শেরপুরে সামাজিক সংগঠন ঢাকলহাটী তরুণ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ ভালোবাসার আলোয় হোক আগামীর পথচলা এই শ্লোগানে ১ই জানুয়ারি বুধবার শেরপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ঢাকলহাটী তরুণ সংঘ’র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শহরের ঢাকলহাটীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেরপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা।


ঢাকলহাটী তরুণ সংঘের সভাপতি মোঃ রাজাদুল ইসলাম বাবু‘র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিডি ক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু, বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোস্তকারী পরিবহণ শ্রমিক ফেডারেশন শেরপুর জেলার শাখার সভাপতি ফখরুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কার্যকরি সদস্য মোঃ অনিক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে আরিফ রেজা শুরুতেই সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমাদের ঢাকলহাটী তরুণ সংঘের সকল স্বেচ্ছাশ্রম সফল-সার্থক ও গৌরবময় হোক। মানবতা, সামাজিক, স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করে এগিয়ে যাও বহুদূর। যৌবনের আলোয় আলোকিত হোক তোমাদের ভুবন— এই প্রত্যাশায় করছি। এসময় তিনি উপস্থিত সকলের সু-স্বাস্থ্য কামনা করেন।


৩১ ডিসেম্বর মঙ্গলবার রাত নয়টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও সংগঠনের উপদেষ্টা মরহুম বাহার উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। ওইসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকলহাটী তরুণ সংঘের সভাপতি মোঃ রাজাদুল ইসলাম বাবু, সহ-সভাপতি মোঃ শামিম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ কারিমুল ইসলাম। রাত ১২টা ১মিনিটে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করেন।