অধিনায়ক মুমিনুলের সেঞ্চুরি, লিড পেল বাংলাদেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : তৃতীয় দিনের সকালের শুরুটাও কাটল বাংলাদেশের দাপটে। মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে ঢাকা টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংসকে টপকে গেল দল। মুশফিক খেলছিলেন হাফসেঞ্চুরি নিয়ে। মুমিনুল হক আগের দিনের হাফসেঞ্চুরিকে সেঞ্চুরির আনন্দে ভাসালেন। টেস্টে এটি তার নবম সেঞ্চুরি। সর্বশেষ সেঞ্চুরিটাও করেছিলেন মুমিনুল জিম্বাবুয়ের বিপক্ষে; তাও আবার এই মাঠে। ডোনাল্ড তিরিপানোকে কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরির আনন্দে ব্যাট তুলেন মুমিনুল। স্কোরবোর্ডে বাংলাদেশের রান তখন ৩ উইকেটে ২৮৮। অধিনায়ক হিসেবে এটি মুমিনুলের প্রথম টেস্ট সেঞ্চুরি। মাত্র গেল বছরই টেস্টে বাংলাদেশের অধিনায়কত্ব পান মুমিনুল। দেশের বাইরে তার অধিনায়কত্বে খেলা তিনটি টেস্টেই হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচগুলোতে ব্যাট হাতেও মুমিনুল তেমন কিছু করতে পারেননি। তবে দেশের মাটিতে অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরির আনন্দে ভাসলেন এই ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে মুশফিক ও মুমিনুল এই রিপোর্ট লেখা পর্যন্ত হার না মানা ১১৮ রানের জুটি গড়েন। যেভাবে খেলছিলেন এই দুই ব্যাটসম্যান তাতে মুশফিকের ব্যাটও সেঞ্চুরির রঙিন স্বপ্ন দেখাচ্ছিল। আর মুমিনুল ছুটছিলেন তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দিকে। সফরকারী জিম্বাবুয়ে প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ২৬৫ রানে। Related posts:শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কামারেরচর ইউনিয়ন চ্যাম্পিয়নকরোনা প্রতিরোধে ক্রিকেটারদের বার্তাআড়াইশ’র আগেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস Post Views: ২৪৮ SHARES খেলাধুলা বিষয়: