উন্নয়নকে টেকসই করতে গুণগত শিক্ষার বিকল্প নেই: কৃষিমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০ অনলাইন ডেস্ক : কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক বলেছেন- শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, দেশের গতিশীল উন্নয়নকে টেকসই করতে মান সম্মত ও গুণগত শিক্ষার বিকল্প নেই। এজন্য দক্ষ প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন। সু-স্বাস্থ্য প্রয়োজন। জনগণের স্বাস্থ্যসেবা উন্নত করতে সরকার কাজ করে যাচ্ছে। মন্ত্রী বলেন, দেশ আজ অনেক উন্নত। সারা পৃথিবীতে দেশ আজ নন্দিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতেৃত্বে সেটা সম্ভব হয়েছে। এ দেশকে আরও এগিয়ে নিতে শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হয়ে ভূমিকা রাখতে হবে। শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃবিভাগ ও আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের আইসিটি ভবন উদ্বোধনকালে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের মানব কল্যাণে, মানবসেবায় নিয়োজিত করতে হবে। আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী তাইজুল ইসলাম, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান, ডাঃ আমিনুল রসুল জাকি প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এম আজিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, উপজেলা নিবার্হী কর্মকর্তা আরিফা সিদ্দিকা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। Related posts:সাবেক মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে মামলার সঙ্গে আন্দোলনকারীদের সম্পর্ক নেই: সমন্বয়ক হাসনাতআজ ঐতিহাসিক ৬ দফা দিবসশেরপুরে হাসপাতালের স্টাফসহ করোনা ভাইরাসের ২ রোগী শনাক্ত Post Views: ৩৫১ SHARES জাতীয় বিষয়: