এক প্লাটফর্মে তিন জুটির ভালোবাসার গল্প অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০ অনলাইন ডেস্ক : ভালোবাসা দিবসকে সামনে রেখে গোল্লাছুট প্রকাশ করছে ভালোবাসার তিন গল্পের তিনটি নাটক। প্রতিষ্ঠানটি তাদের এই আয়োজনের শিরোনাম দিয়েছে ‘ভালোবাসার তিন গল্প’। আর এই ভালোবাসার তিন গল্পের তিনটি নাটক নিবেদন করছে রিং আইডি। মোশনরক এন্টারটেইনমেন্ট এর তত্বাবধায়নে ভালোবাসার তিন গল্পের নাটক গুলো হলো মহিদুল মহিমের ‘স্পর্শেতুমি’। এতে অভিনয় করেছেন তাহসান, তানজিন তিশা প্রমুখ। কাজল আরেফিন অমির ‘স্যার আই লাভ ইউ’। এই নাটকে দেখা যাবে আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী সহ আরো অনেকে। ‘অবুঝ দিনের গল্প-২’ এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন অপূর্ব, তানজিন তিশা সহ অনেকে। এই ভালোবাসা দিবসকে সামনে রেখে ’রিংআইডি ভালোবাসার তিন গল্প’ শিরেনামের নাটকগুলো অবমুক্ত করা হবে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে Related posts:ফের বিয়ে করছেন অপু, পাত্র ব্যবসায়ী!আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার মাস অক্টোবর, তাই জন্মোৎসব থেকে বিরত জেমসঅল্পের জন্য বাঁচলেন রুশ অভিনেত্রী Post Views: ২৭৪ SHARES বিনোদন বিষয়: