কপিল দেবের স্ত্রীর চরিত্রে দীপিকার প্রথম ঝলক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০ অনলাইন ডেস্ক : ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের বায়োপিক ‘৮৩’ নামভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং। ছবিতে কপিল দেবের স্ত্রী রোমির ভূমিকায় আছেন রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন। ‘৮৩’ ছবিতে দীপিকার প্রথম ঝলক আজ বুধবার প্রকাশ করা হয়েছে। ছবিতে দীপিকার চরিত্রটি খুবই ছোট। তারপরও এ ছবির অংশ হতে পেরে দীপিকা সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন। তার মতে, এ ছবিতে ভারতের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে আইকনিক মুহূর্ত তুলে ধরা হবে যার অংশ হওয়ার তার জন্য সম্মানের। ১৯৮৩ সালে ভারতের হয়ে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন কপিল দেব। প্রথম ঝলকে বব কাট চুলে নজর কেড়েছেন দীপিকা। টিম ইন্ডিয়ার ব্লেজারে রণবীরও যেন হয়ে উঠেছেন কপিল দেব। কবির খানের পরিচালনায় ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১০ এপ্রিল। Related posts:কোমলপানীয়র সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে কিশোরীকে ধর্ষণপ্রধানমন্ত্রীর জন্মদিনে ‘মুজিব আমার পিতা’র প্রিমিয়ারনতুন সিরিজে ড্রাগ ডিলার সুলতানা চরিত্রে বাঁধন Post Views: ২৬১ SHARES বিনোদন বিষয়: