করোনাভাইরাস: ভেনিস উৎসব বন্ধ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে ইতালিতে ভেনিস উৎসব বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের দু’দিন আগেই রোববার (২৩ ফেব্রুয়ারি) উৎসব বন্ধের ঘোষণা দেয় দেশটি এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি অনলাইন। ইউরোপের মধ্যে ইতালিতেই সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। তাই এর প্রাদুর্ভাব রুখতে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে করোনায় ইতালিতে তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫২ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালির উত্তরাঞ্চলের লম্বার্ডি এলাকায় ১৫ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এ ঘটনার পরপরই ৫০ হাজার মানুষের ১০টি শহর বন্ধ করে দেওয়া হয়েছে। এসব শহরের জনগণকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। স্কুল, বার, চার্চ, সামাজিক অনুষ্ঠানসহ জনসমাগমস্থলে যেতে নিষেধ করা হয়েছে। Related posts:গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত, বললেন বাইডেনসাংবাদিকসহ ৯২ মার্কিন নাগরিকের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্রে সরকারি ঋণ ছাড়িয়েছে ৩৬ ট্রিলিয়ন ডলার Post Views: ২১৪ SHARES আন্তর্জাতিক বিষয়: