ক্যান্সারকে ভয় না পেয়ে লড়াই করার আহ্বান সাকিবের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০ অনলাইন ডেস্ক : খেলাখুলা ছাড়াও নানান রকম সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত থাকেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তাই বিশ্ব ক্যান্সার দিবসকে সামনে রেখে ক্যান্সারকে ভয় না পেয়ে এর বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন তিনি। অফিশিয়াল ফেসবুক পেইজে সাকিব স্ট্যাটাসে লিখেন, আমাদের অনেকের মনেই এই ধারণাটি রয়েছে যে ক্যান্সার একটি মরণব্যাধি। কিন্তু বাস্তবতা হচ্ছে ক্যান্সার অজেয় নয়। সময় মতো যথাযথ চিকিৎসা সেবা গ্রহণের মাধ্যমে ক্যান্সারকে জয় করা সম্ভব। তাই ক্যান্সার নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হয়ে হতাশায় ডুবে যাওয়া উচিত নয়। এবারের বিশ্ব ক্যান্সার দিবসে প্রতিরোধ গড়ে তুলি একসঙ্গে। ক্যান্সারকে ভয় না পেয়ে এর বিরুদ্ধে লড়াই করি এবং প্রার্থনা করি যেন আমাদের এই মরণব্যাধি প্রতিরোধ করার শক্তি দেন। Related posts:এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই : শিক্ষামন্ত্রীসরকারি চাল চোরদের কঠোর শাস্তি দেয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীরশেরপুরে করোনা জনিত পরিস্থিতিতে সাজা মওকুফ ॥ কারাগার থেকে মুক্তি পেলো দণ্ডপ্রাপ্ত ১৫ বন্দি Post Views: ২১৫ SHARES খেলাধুলা বিষয়: