জামালপুরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে এইচএসসি শিক্ষার্থীর কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০ জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় নকল সরবরাহের দায়ে এইচএসসি প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জে জে কে এম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪ পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি রবিবার ইসলামপুর উপজেলার নেকজাহান মডেল হাই স্কুল কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে নকল সরবরাহের দায়ে সঙ্গীত ঋষি (২২) নামের ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরীক্ষা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালতে পাবলিক পরীক্ষা আইনে ওই শিক্ষার্থীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। ওই শিক্ষার্থী পৌর এলাকার ঋষিপাড়ার নেপেন ঋষির পুত্র, সে সরকারি ইসলামপুর কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালতের এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। Related posts:রাজশাহীতে ইফতার মাহফিল ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১সরিষাবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেট পড়ানোর অপরাধে শিক্ষককে অর্থদণ্ডসমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করা সেই শুভ গ্রেপ্তার Post Views: ২৫১ SHARES সারা বাংলা বিষয়: