ঝিনাইগাতীতে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার-১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া সরকারপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শামীম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে ২৮ ফেব্রুয়ারী শুক্রবার রাতে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। শামীম উপজেলার ঘাগড়া কবিরাজপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘাগড়া সরকারপাড়া গ্রামের হাবিবুর রহমানের বাড়ীতে ২৮ ফেব্রুয়ারী শুক্রবার রাত আনুমানিক ৪ ঘটিকার সময় পরীক্ষার্থীর বাবা-মা প্রকৃতির ডাকে বাহিরে যায়। এ সুযোগে শামীম ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের চেষ্টা করলে পরীক্ষার্থীর ডাক চিৎকারে তার পিতা ও মাতা দৌড়িয়ে ঘরে এসে ডাক চিৎকার শুরু করলে আশ পাশের লোকজন ছোটাছুটি করে আসলে আসামী শামীমকে লোকজনের সহায়তায় আটক করেন। আটকের পর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে আসামী শামীমকে থানায় নিয়ে আসে। এঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী/০৩) আইন এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক মামলা দায়েরের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী শামীম মিয়াকে শনিবার ২৯ ফেব্রুয়ারি দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:নকলার ছোট্ট শিশু ইয়াসিন বাঁচতে চায়ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি'র করোনা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তরনকলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু Post Views: ৩৪৪ SHARES ঝিনাইগাতী বিষয়: