ঝিনাইগাতীতে ট্রাকচাপায় রিকশাচালক নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাকচাপায় মোবারক হোসেন (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী এলাকার তিনানী-নন্নী সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার নন্নী থেকে রিকশা চালিয়ে নিজ বাড়ির দিকে যাবার পথে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক রিকশাসহ মোবারক হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ট্রাক ও এর চালক আব্দুল হাকিমকে আটক করেছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। Related posts:স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে ॥ নবাগত বিভাগীয় কমিশনারশ্রীবরদীতে দিনমজুর আইয়ুব আলী হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলনশেরপুরে এক রাতে অর্ধশত হিন্দু সম্প্রদায়ের বিয়ে Post Views: ২২৩ SHARES ঝিনাইগাতী বিষয়: