ঝিনাইগাতীতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শীর্ষক কর্মশালা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০ ঝিনাইগাতী থেকে হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারী বুধবার সকালে গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে উপজেলা প্রাথমিক শিক্ষক সাংস্কৃতিক গোষ্ঠী ও শিক্ষা পরিবারের উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোবাখখারুল ইসলাম মিজানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল আলম ভূঞা ও নূর আলম মির্ধা। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন নবী, উপজেলা প্রাথমিক শিক্ষক সাংস্কৃতিক গোষ্ঠী ও শিক্ষা পরিবারের সভাপতি প্রধান শিক্ষক জহুরুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান, প্রধান শিক্ষক মনিনুর রহমান, মজিবর রহমান, রুপালী বেগমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। কর্মশালায় বক্তারা বলেন, ইতোমধ্যে সারাদেশে সবার জন্যে শিক্ষা নিশ্চিত করা হয়েছে। দেশের প্রত্যন্ত সকল স্থানে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মধ্য দিয়ে সমান সুযোগ সৃষ্টি করেছে বর্তমান সরকার। পাঠ্য বইকে আকর্ষনীয় করে বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়াসহ আধুনিক ভবন নির্মাণ, মাল্টিমিডিয়া ক্লাস চালু, শিক্ষা সহায়তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সার্বজনীন শিক্ষা নিশ্চিত করা হয়েছে। সব শিশুরাই এখন স্কুলে যায়। সার্বজনীন শিক্ষার অভূতপূর্ব এই উন্নয়নের ধারাকে ধরে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি স্কুল ব্যবস্থাপনা কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে যোগাযোগ যে কোন সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়নের এই গতিকে বেগবান করতে পারে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন। কর্মশালায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন। Related posts:তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র শেরপুর, ছাত্রদল নেতাসহ নিহত ২শেরপুরে সাবেক সাংসদ শ্যামলীর উদ্যোগে আরও ইফতারী বিতরণশেরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রয়াত শ্রমিকনেতা সেলিম রেজার ১১তম মৃত্যুবার্ষিকী পালিত Post Views: ২৭৭ SHARES ঝিনাইগাতী বিষয়: