ডিআইজি মিজান ও বাছিরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

অনলাইন ডেস্ক : ঘুষ কেলেঙ্কারির মামলায় বরখাস্ত হওয়া পুলিশের ডিআইজি মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি আগামী ৪ এপ্রিল।

এ মামলার অভিযোগপত্র (চার্জশিট ) গ্রহণ করে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের উপস্থিতিতে রোববার এই আদেশ দেন। একই সঙ্গে বিচারের জন্য মামলার নথিপত্র ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেন।

গত ১৯ জানুয়ারি ডিআইজি মিজান ও এনামুল বাছিরের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা।

এনামুল বাছির ডিআইজি মিজানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোপত্রে উল্লেখ করা হয়। অপরদিকে, ডিআইজি মিজান সম্পর্কে অভিযোগপত্রে বলা হয়, তিনি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আশায় দুদক কর্মকর্তা এনামুল বাছিরকে অবৈধভাবে প্রভাবিত করে ৪০ লাখ টাকা ঘুষ দেন।

৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে ২০০৯ সালের ১৬ জুলাই মানি লন্ডারিং আইনে সংস্থার ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করে দুদক।