তামিমের চেয়ে এক রান হলেও বেশি করতে চাই : মুশফিক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : তামিমের চেয়ে এক রান হলেও বেশি করতে চাই। আমার ইচ্ছা একবার হলেও আমার বলে তামিমকে আউট করতে চাই। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম বলেন, মুমিনুল দলের অন্যতম বেস্ট ব্যাটসম্যান। আমি তার সঙ্গে ব্যাটিংয়ে ইনজয় করি। এর আগেও তার সঙ্গে দীর্ঘ সময় ব্যাটিং করেছি। আমি মনে করি ফিউচারে আরও ভালো করবে সে। Related posts:ফ্রি-কিকে গোলের রহস্য জানালেন মেসিনিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা, ফিরলেন মুশফিকআজ মাঠে থাকছে চার পেসারের বাংলাদেশ! Post Views: ২৮৬ SHARES খেলাধুলা বিষয়: