নালিতাবাড়ীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী শহরের আড়াই আনী বাজারে ভালবাসা দিবসের দিন ইভটিজিং করার অপরাধে কাওসার আহাম্মেদ (১৯) নামের এক যুবককে ভ্রাম্যমান আদালত ৪ মাসের কারাদন্ড দিয়েছে। জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার দেবিপুর গ্রামের রফিকুলের ছেলে কাওসার আহাম্মেদ বিভিন্ন সীম ব্যবহার করে মেয়েদের উত্ত্যেক্ত করত। ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবসের ওই দিন বিকেলে আড়াইআনী বাজারে মেয়েদের উত্ত্যেক্ত করায় অভিযোগ পাওয়া যায়। পরে অভিযোগ প্রমানিত হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান তাকে ৪ মাসের কারাদন্ড দেন। এসময় তার কাছ থেকে বিভিন্ন কম্পানির ৯টি সীম পাওয়া যায়। Related posts:ঝিনাইগাতীতে ‘ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি’র উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকরোনা ভাইরাস ॥ ঝিনাইগাতীতে চলছে লকডাউননকলায় গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ২৯১ SHARES নালিতাবাড়ী বিষয়: