নালিতাবাড়ীতে চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী এলাকার আন্ধারুপাড়া গ্রামে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিরকুট লিখে নিতী আক্তার (১১) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ রাত দশটার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও তার লিখা চিরকুট উদ্ধার করেন । নিহত নিতী ওই গ্রামের আল আমীনের কন্যা। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, নিতীর সৎ মা’সহ তার বাবা ঢাকায় বসবাস করেন। আর নিতী তার দাদী ফুলবানুর সাথে বাড়িতে থেকে স্থানীয় ব্র্যাক স্কুলে চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চিরকুট লিখে দরজা বন্ধ করে বসত ঘরের আড়ার (ধন্না) সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বজনদের সাথে অভিমান করে সে নিজেই আত্মহত্যা করেছে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়না তদন্ত করার জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। Related posts:শেরপুরে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত-৩করোনা প্রতিরোধে শ্রীবরদীতে পুলিশের সচেতনতা কার্যক্রমশেরপুরে পূর্বশত্রুতার জের ধরে হামলা, স্বামী-স্ত্রীসহ আহত ৪ Post Views: ৩৩৪ SHARES নারী ও শিশু বিষয়: