নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনা জেলার আব্দুল মজিদের ছেলে আমিরুল (৩০) ও একই জেলার মনুরুদ্দিনের ছেলে শামীম (৩৫)। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপ ভ্যান ভরাডোবা বাসস্ট্যান্ডে ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন নিহত হন। Related posts:মাগুরায় শিশু আছিয়া খাতুনের বাড়িতে আমিরে জামায়াতসেই গোরখোদক মনু মিয়া মারা গেছেনরাজশাহীতে আরএমপির উদ্যোগে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপিত Post Views: ২১৭ SHARES সারা বাংলা বিষয়: