ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম এসএসসি পরীক্ষা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০ ময়মনসিংহ প্রতিনিধি ॥ প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা নিচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোণা জেলার ১ লাখ ২৬ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে চলতি এসএসসি পরীক্ষায়। এর মধ্যে ৬৪ হাজার ১৭১ জন ছাত্র এবং ৬১ হাজার ৮৯৩ জন ছাত্রী রয়েছে। বোর্ডের অধীনে মোট ১৩১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জানা যায়, ময়মনসিংহ জেলায় ৫৬ হাজার ৪৫, শেরপুরে ১৩ হাজার ২৭, জামালপুরে ৩১ হাজার ৪১৩ এবং নেত্রকোণা জেলায় ২২ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে অংশগ্রহণ করেছে। সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল, জেলা প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। পরিদর্শনকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল জানান, লোকবল সংকট থাকা সত্ত্বেও ইতোপূর্বে সফলভাবে প্রথম জেএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেএসসি পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে। আশা করি এসএসসি পরীক্ষায় স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন, কেন্দ্র সচিব ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা থাকলে সুষ্ঠভাবে নকলমুক্ত প্রতিটি পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম বলেন, আমরা বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সফল করতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। আশা করি সফল হব। বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই প্রথম দিনের পরীক্ষা শুরু হয়েছে। সকল পরীক্ষা ভালোভাবে সম্পূর্ণ করতে ময়মনসিংহে সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। তবে কেউ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিলে তা কঠোর হস্তে দমন করা হবে। প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। Related posts:নেত্রকোনায় বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভাঅবশেষে বরিশালের ঘটনায় সমঝোতাসরিষাবাড়ীতে মাদকাসক্তকে বিদ্যালয় কমিটির সভাপতি মনোনিত করায় বিক্ষোভ ও মানববন্ধন Post Views: ২৫৯ SHARES শিক্ষা বিষয়: