শাজাহান খানের বিরুদ্ধে মানহানির মামলা ইলিয়াস কাঞ্চনের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপির বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ঢাকার ১ নম্বর যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে বুধবার এ মামলা করেন তিনি। মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে পরে শুনানি হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের আইনজীবী রেজাউল করিম। গত ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনের সম্পদ নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন- সেই হিসাবটা আমি জনসমক্ষে তুলে ধরব।’ তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই মানহানির মামলাটি করা হয়েছে। মামলার আরজিতে বলা হয়েছে, শাজাহান খানের ‘মিথ্যা বক্তব্য’ প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল তাকে। কিন্তু তিনি বক্তব্য প্রত্যাহার বা ক্ষমা প্রার্থনা না করায় এ মামলা করা হয়েছে। Related posts:এপ্রিলে বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমিরশ্রম-পরিবেশ উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে আইএলও: আইনমন্ত্রীকোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি Post Views: ২৪২ SHARES জাতীয় বিষয়: