শান্তিপূর্ণভাবে শেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শান্তিপূর্ণভাবে শেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার শেরপুর সদর, নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ২১টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ বছর জেলায় এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ২৭ জন, দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৩৫১ জন ও কারিগরি পরীক্ষার্থী ১ হাজার ১৭ জন। এদের মধ্যে প্রথম দিন এসএসসি পরীক্ষায় ৫১ জন, দাখিল পরীক্ষার্থী ৮৬ জন ও কারিগরি পরীক্ষার্থী ১৯ জন অনুপস্থিত ছিল। এদিকে পরীক্ষা কেন্দ্রগুলোয় আইন-শৃঙ্খলা রক্ষার জন্য জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক আনার কলি মাহবুব জেলা সদরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। ওইসময় তার সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Related posts:প্রেসে ছাপানো হবে না এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রঝিনাইগাতীতে মাদক সেবনকারীর ৩ মাসের কারাদণ্ডশেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে সাময়িকভাবে আমদানি বন্ধ Post Views: ৩৯৪ SHARES শিক্ষা বিষয়: