শাহজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের মামলা ॥ প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ সাবেক নৌ-পরিবহণ মন্ত্রী, এমপি শাজাহান খানের বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শেরপুর জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শহরের গোপালবাড়ীস্থ ট্রাক টার্মিনালে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ট্রাক মিনি ট্রাক মিনি ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন জেলা ট্রাক মিনি ট্রাক মিনি ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ নবী হোসেন বিল্লাল। ওইসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবুল হাশেম, কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম পলাশ, প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম ও বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী পরিবহণ শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ ফখরুল হাসান প্রমুখ।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের মতো শেরপুরেও বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা।


সমাবেশে সভাপতির বক্তব্যে আরিফ রেজা বলেন, নিরাপদ সড়ক চাই -এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন শাহজাহান খানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করেছে তা তুলে নেয়া না পর্যন্ত এ বিক্ষোভ চলবে। কেন্দ্র থেকে নিদের্শ এলেই একযোগে সারা দেশের মতো শেরপুরেও ট্রাক চলাচল বন্ধ রাখারও হুশিঁয়ারি দেন তিনি। ওইসময় তিনি আরও বলেন আসন্ন পৌরসভা নির্বাচনে আমি শেরপুরের সর্বস্তরের শ্রমিক ভাইদের প্রতিনিধি হয়ে শেরপুর পৌর নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেন এবং উপস্থিত সকলের কাছে দোয়া ও প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত বুধবার মানহানির অভিযোগ এনে শাজাহান খানের বিরুদ্ধে মামলা করেন ইলিয়াস কাঞ্চন। মামলায় ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। অভিযোগ আমলে নিয়ে ঢাকার যুগ্ম-জেলা জজ আদালত-১ শাজাহান খানের বিরুদ্ধে সমন জারি করেছেন।