শেরপুরে ভাষার মাস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ “যদি করি রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ” এ স্লোগানে শনিবার ৮ ফেব্রুয়ারী দিনব্যাপী শেরপুর সদর উপজেলার গাজীরখামার বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে কর্মসূচির উদ্বোধন করেন ৪নং গাজীরখামার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আওলাদুল ইসলাম আওলাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ’র প্রধান উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া। রক্তসৈনিক গাজীরখামারের সভাপতি শফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোঃ আল আমিন রাজু, কানাশাখোলা রক্তসৈনিকের সভাপতি মেহেদী হাসান শামীম প্রমুখ। ওইসময় অন্যান্যের মধ্যে কুসুমহাঁটি রক্তসৈনিকের আহ্বায়ক মো. লাবিব হাসান স্বপন কানাশাখোলা রক্তসৈনিকের সাধারণ সম্পাদক সম্পাদক আশরাফুল আলম, গাজীরখামার রক্তসৈনিকের সাধারণ সম্পাদক ওমর ফারুক রবি, রক্তসৈনিক কানাশাখোলা সাংগঠনিক সম্পাদক আমির হামজা, আরমান হোসেন সাব্বির আহম্মেদ তুষার, মোঃ কারিমুল ইসলাম, এমদাদ হোসেন প্রমুখ। দিনব্যাপী এ কার্যক্রম সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় ৬শ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা ও গর্ভবতী মায়ের জন্য ডোনার প্রস্তুত রাখা সম্পর্কে আলোচনা করা হয় এবং মুমূর্ষু রোগীর জন্য উক্ত ক্যাম্প থেকেই ও-পজেটিভ রক্তদান করেন রক্তসৈনিক মেহেদী হাসান হৃদয়। Related posts:শ্রীবরদীতে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ : গ্রেফতার ৩চুল ব্যবসায়ীদের সাথে শেরপুর জেলা প্রশাসনের মতবিনিময় সভাশেরপুরের নকলায় জেলা পরিষদের সোলার ল্যাম্প বিতরণ Post Views: ২৪৭ SHARES শেরপুর বিষয়: