শ্রীবরদী সীমান্ত থেকে ১৫ কেজি গাঁজা সহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী সীমান্তের ঝুলগাঁও উত্তর পাড়া এলাকা থেকে ১৫ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। পুলিশ জানায় মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক মুক্ত শেরপুর গড়ার প্রত্যয়ে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশনায় বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ওসি রুহুল আমিন তালুকদারের নের্তৃত্বে এস.আই জুয়েল রানা এ.এস.আই রফিক সংগীয় পুলিশের অভিযানিক দল সিংগাবরুনা ইউনিয়নের সীমান্ত জনপদের ঝুলগাঁও উত্তর পাড়া গ্রামের নিজ বাড়ী থেকে লুকানো অবস্থায় ১৫ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করে। ধৃত মাদক ব্যবসায়ী নুর ইসলাম বদর (৪৩), উত্তর ঝুল গাঁও গ্রামের মৃত: তমিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় এস.আই জুয়েল রানা বাদী হয়ে বৃহস্পতিবার শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। Related posts:বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে ক্ষুদে খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল বিতরণনালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও কারাদণ্ডঝিনাইগাতীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘর পেলেন ১৪ গৃহহীন পরিবার Post Views: ২৪৪ SHARES শেরপুর বিষয়: