দক্ষিণ কোরিয়ায় মুখে মাস্ক পরিয়ে গণবিয়ে

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

অনলাইন ডেস্ক : চীনে মহামারী আকার ধারণ করেছে মরণঘাতী করোনাভাইরাস। দিন যতই যাচ্ছে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে। এরইমধ্যে ভয়ঙ্কর এই ভাইরাস ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও। করোনা আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব।

দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী গণবিয়েতে তাই মাস্ক পরে যোগ দিয়েছে কয়েক হাজার যুগল। শুক্রবার আয়োজক সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রাজধানী সিউলের উত্তরপশ্চিমের গ্যাপিয়ংয়ের চেয়ংশিম পিস ওয়ার্ল্ড সেন্টারের ইউনিফিকেশন গির্জায় গণবিয়ের আয়োজন করা হয়। যাতে উপস্থিত প্রায় ৩০ হাজার মানুষের মধ্যে ছিলো অন্তত ছয় হাজার যুগল।

এ সময় যুগলদের হাতে হাত রেখে বসে থাকতে দেখা গেলেও মুখে ছিলো মাস্ক। আর মুখে মাস্ক পরিহিত থাকায় তারা পরস্পরের ভাব বিনিময় করেছেন চোখের ইশরায়। বুঝিয়েছেন ভালোবাসার কথা। করোনার ভয়ে কানাকানি করার সময়ও খোলেননি মাস্ক।

জানা যায়, গির্জা কর্তৃপক্ষ আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় হাত ধোয়ার ব্যবস্থা করে। এমনকি শরীরের তাপমাত্রা পর্যন্ত মেপে দেখা হয়।