নিরর্থক কথা ও কাজ ত্যাগ করা ইসলামের সৌন্দর্য

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

ইসলাম ডেস্ক : আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জন প্রত্যেক মুমিনের কাঙ্খিত বিষয়। কিন্তু কাঙ্খিত লক্ষে পৌঁছা দুরূহ কাজ। ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্য বলা, সত্যের ওপর কায়েম থাকা, পরিবারকে সৎ পথে পরিচালিত করা কঠিন সংগ্রাম ও সাধনার বিষয়। কারণ আমাদের সমাজ ব্যবস্থা অপসংস্কৃতি, কুশিক্ষা, সুদ, ঘুষ, অনিয়ম, দুর্নীতি, অনাচার, অবিচার ও অত্যাচারে জর্জরিত। সমাজে সুনীতি, সদাচার ও সততা নেই বললেই চলে। তাই বলে হতাশ হলে চলবে না। প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। দুনিয়ার সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে মানুষকে কোরআন-হাদিসের অনুগামী-অনুসারী হতে হবে। এ লক্ষে জীবন ঘনিষ্ঠ কিছু হাদিস এখানে সংকলন করা হলো- যেসব হাদিসের প্রতিটি বাক্য, প্রতিটি লাইন আমাদের আলোর দিশারী।

বিশ্বস্ততা
এক. যার মধ্যে আমানত নেই, তার ঈমান নেই। -মিশকাত
শব্দার্থ: আমানত মানে- বিশ্বস্ততা ও বিশ্বাসযোগ্যতা।
দুই. যে অঙ্গিকার রক্ষা করে না, তার ধর্ম নেই। -মিশকাত

পছন্দ শুধু নিজের জন্যে নয়
এক. নিজের জন্যে যা পছন্দ করো, অন্যদের জন্যেও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন। -সহিহ মুসলিম
দুই. তোমাদের কেউ মুমিন হবে না, যতক্ষণ সে নিজের জন্যে যা পছন্দ করে, তার ভাইয়ের জন্যেও তাই পছন্দ না করবে। -সহিহ বোখারি

মুসলমানের অধিকার
এক. মুসলমান সে, যে নিজের অনিষ্টকর ভাষা ও কর্ম থেকে মুসলমানদের নিরাপদ রাখে। -সহিহ বোখারি
দুই. মুসলমানকে গালি দেওয়া ফাসেকি আর হত্য করা কুফরি। -সহিহ বোখারি
তিন. প্রত্যেক মুসলমানের জন্যে অপর মুসলমানদের রক্ত, সম্পদ ও ইজ্জত সম্মানযোগ্য। -সহিহ মুসলিম
ব্যাখ্যা: হাদিসটির অর্থ এভাবেও বলা যায়, মুসলমানের জন্যে মুসলমানের রক্তপাত করা এবং সম্পদ ও ইজ্জত নষ্ট করা হারাম।

ধোঁকা, হিংসা ও বিদ্বেষ
এক. যে কাউকেও প্রতারণা করলো, সে আমার লোক নয়। -সহিহ মুসলিম
দুই. সাবধান! তোমরা হিংসা করা থেকে আত্মরক্ষা করো। -সুনানে আবু দাউদ
তিন. তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, ঘৃণা-বিদ্বেষ করো না এবং পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিয়ো না। -সহিহ মুসলিম

শিশু
এক. শিশুরা আল্লাহর ফুল। -তিরমিজি

পরিজনের কাছে উত্তম
এক. তোমাদের মাঝে উত্তম লোক সে, যে তার পরিবার-পরিজনের কাছে উত্তম। -ইবনে মাজাহ

জনসেবা
এক. রোগীর সেবা করো এবং ক্ষুধার্তকে খেতে দাও। -সহিহ বোখারি
দুই. আল্লাহ সব কিছুর প্রতি দয়া ও সহানুভূতি দেখানোর নির্দেশ দিয়েছেন। -সহিহ মুসলিম
তিন. আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে। -সহিহ মুসলিম
চার. যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। -সহিহ বোখারি
পাঁচ. তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না। -তিরমিজি

ব্যক্তিত্ব গঠন
এক. মুসলমান ব্যক্তির ইসলামের সৌন্দর্যগুলোর একটি হলো- নিরর্থক কথা ও কাজ ত্যাগ করা। -তিরমিজি
দুই. লজ্জা ঈমানের অংশ। -মিশকাত
তিন. যখন সাহায্য চাইবে, আল্লাহর কাছে চেয়ো। -মিশকাত

আল্লাহকে স্মরণ করা
এক. যে তার প্রভুকে স্মরণ করে, আর যে করে না; তাদের উদাহরণ হলো- জীবিত ও মৃতের মতো। -সহিহ মুসলিম

সত্য কথা
এক. সত্য কথা বলো, যদিও তা তিক্ত। -ইবনে হিব্বান

কর্মকৌশল
এক. প্রচেষ্টার চেয়ে বড় কোনো যুক্তি নাই। -ইবনে হিব্বান

নিন্দুক
এক. কোনো নিন্দুক জান্নাতে প্রবেশ করবে না। -সহিহ বোখারি

রাগ
এক. রাগে উত্তেজিত হলে চুপ করে থাকো। -আদাবুল মুফরাদ
দুই. তোমাদের কেউ যখন উত্তেজিত হবে, সে যেন অজু করে আসে। -সুনানে আবু দাউদ

অহংকার
এক. যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। -সহিহ মুসলিম

সালাম
এক. তোমাদের মাঝে সালাম আদান-প্রদানের ব্যাপক প্রচলন করো। -সহিহ মুসলিম
দুই. সবচেয়ে কৃপণ লোক সে, যে সালাম আদান-প্রদানে কৃপণতা করে। -তিবরানি

দয়া ও ভালোবাসা
এক. যারা পৃথিবীতে আছে তাদের দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাকে দয়া করবেন। -মিশকাত
দুই. যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। -সহিহ বোখারি
তিন. তোমরা মুমিন হবে না যতক্ষণ একে অপরকে ভালোবাসবে না। -সহিহ মুসলিম

শরীরের অধিকার
এক. তোমার ওপর তোমার শরীরেরও অধিকার রয়েছে। সহিহ বোখারি
ব্যাখ্যা: শরীরের অধিকার হলো- শরীর সুস্থ রাখা ও প্রয়োজনীয় বিশ্রাম নেওয়া।

প্রতিবেশীর অধিকার
এক. প্রতিবেশীর প্রতি সুন্দর সহানুভূতির আচরণ করো, তবেই মুমিন হবে। -মিশকাত
দুই. সে মুমিন নয়, যে নিজে পেট পুরে খায় আর পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে। -বায়হাকি

প্রাচুর্য
এক. মনের প্রাচুর্যই আসল প্রাচুর্য। -সহিহ বোখারি
দুই. আল্লাহতায়ালা তোমার ভাগে যা রেখেছেন, তাতে সন্তুষ্ট থাকো; তবেই হবে সবচেয়ে প্রাচুর্যশালী। -মিশকাত
তিন. যার উদ্দেশ্য হয় পরকাল লাভ করা, আল্লাহ তার অন্তরে প্রাচুর্য দান করেন। -তিরমিজি

জান্নাত ও জাহান্নাম
এক. জান্নাত এতই আকর্ষণীয় যে, তার আকাংখীর চোখে ঘুম আসে না। -তিবরানি
দুই. দোজখ এতই ভয়াবহ যে, তার থেকে পলায়নকারীর চোখে ঘুম আসে না। -তিবরানি

মনের মরীচিকা
এক. মনের মধ্যে লোহার মতোই মরীচিকা পড়ে। আর তা দূর করার উপায় হলো- ক্ষমা প্রর্থনা করা। -বায়হাকি

অধীনস্থ
এক. অধীনস্থদের সঙ্গে নিকৃষ্ট আচরণকরী জান্নাতে প্রবেশ করবে না। -আহমদ

মৃতদের গালি না দেওয়া
এক. মৃতদের গালি দিয়ো না। -মিশকাত

উড়ো কথা প্রচার না করা
এক. প্রতিটি শোনা কথা বলে বেড়ানোটাই মিথ্যাবাদী হওয়ার জন্যে যথেষ্ট। -সহিহ মুসলিম

মর্যাদা দান
এক. মর্যাদা অনুযায়ী মানুষকে সমাদর করো। -সুনানে আবু দাউদ

সতর্কতা
এক. মুমিন এক পাথরে দুইবার হোঁচট খায় না। -সহিহ বোখারি

অট্টহাসি
এক. অধিক হাসাহাসি অন্তরকে মেরে ফেলে। -তিবরানি

সন্তান
এক. তোমাদের সন্তানদের মর্যাদা দান করো এবং তাদের সুন্দর আচার ব্যবহার শেখাও। -ইবনে হিব্বান

শক্তিমান কে?
এক. শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। -সহিহ মুসলিম

অধঃপতন
এক. যার কর্ম তাকে ডুবায়, তার বংশ তাকে উঠাতে পারে না। -সহিহ মুসলিম

শাসক হবে তেমন
এক. তোমরা হবে যেমন, তোমাদের শাসকও হবে তেমন। -মিশকাত

অপরের দোষ
এক. যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন করবেন। -সহিহ মুসলিম