জামালপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ ফেব্রুয়ারি সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে জাতীয় সংগীত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

প্রতিযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়নের সাতটি প্রাথমিক বিদ্যালয়, সাতটি উচ্চ বিদ্যালয় ও দু’টি কলেজ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর ও সহসভাপতি আব্দুর রাজ্জাক মাহমুদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।