ভালোবাসা দিবসে শেরপুরে ব্যতিক্রমী ভালোবাসা ছড়ালো সেচ্ছাসেবী সংগঠন “ভ্যালেন্টাইন বার্ডস”

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব ভালোবাসা দিবসে ব্যতিক্রমী ভালোবাসা ছড়ালো শেরপুরের একঝাঁক তরুণদের সেচ্ছাসেবী সংগঠন ‘ভ্যালেন্টাইন বার্ডস’র পক্ষ থেকে গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শহরের নিউ মার্কেট, থানা মোড়, নবীনগর বাস টার্মিনাল, কলেজ মোড়, সদর হাসপাতাল এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রায় ১ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।


খাবার বিতরণকালে মডেল গালর্স কলেজের বাংলা প্রভাষক মোঃ সেলিম মিয়া, ভ্যালেন্টাইন বার্ডস সদস্য সাদি, রিজু, শিজান, জিহাদ, শ্রাবন, বাধন, সৌরভ, শিশির, আকাশ, সজিব, পাপ্পু, সিয়াম, হাসিবুল, শিমুল, রিপন, আরিফুল, সিহান, শাকিল, আশিক, সীমান্ত, কারিমুল, অপূর্ব, নাসিম, মাসুম, মাসুদ, রেজুয়ান, রাকিব, তানবীর, তারীকুল, সারোয়ার, তুহিন, আসিফ, খাইরুল, শোয়াইব, মিঠু, শিউলি,দিপা, সীমা, রাকিব, সোহাগ, রবিন, পার্থ, শিবু, রিয়ান, লিটন, সাগর, হুমায়ুন, সাকিব, রবিন, শামীম, শ্যামল, আশিক, সাকিব, বৃষ্টি, দূর্জয়, এলমা, সিমান্ত সাইম, এ এম আব্দুল ওয়াদুদ, তন্ময়, পলাশ, রনি, নিরব উপস্থিত ছিলেন।


ভ্যালেন্টাইন বার্ডস’র সমন্বয়ক শাহরিয়ার সাঈম বলেন, আমরা সবসময় ব্যতিক্রম কিছু করে যাবো, ইনশাআল্লাহ। আমাদের এই ব্যতিক্রম কাজ গুলো হবে বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে।