ঝিনাইগাতীতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদ ও বেতন গ্রেড পরিবর্তনের দাবীতে কর্মবিরতি পালন

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

ঝিনাইগাতী থেকে হারুন অর রশিদ দুদু ঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীদের পদ ও বেতন গ্রেড পরিবর্তনের দাবীতে কর্মবিরতি পালন শুরু হয়েছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে ওই কর্মবিরতি পালন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কর্মরত (গ্রেড ১৩-১৬) তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশ গ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসারের সিএ মোহাম্মদ আল আমিন, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার, মোঃ জাহিদুল ইসলাম, সার্টিফিকেট সহকারী মোঃ দিদারুল ইসলাম, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী আবু বক্কর ছিদ্দিকসহ অন্যান্যরা। বক্তারা এসময় তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীদের পদ পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীত করনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।