আগামীকাল ৩ মার্চ শেরপুরে বার্ষিক পুলিশ সমাবেশে আসছেন র্যাব ডিজি বেনজীর আহমেদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ ‘মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে’ এ বিশ্বাসকে ধারণ করে আগামীকাল ৩ মার্চ (মঙ্গলবার) শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত শেরপুর জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। এ তথ্য জানিয়েছেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। তিনি আরও জানান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ নারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ-সভানেত্রী জিশান মীর্জা ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ বিপিএম। এতে সভাপতিত্ব করবেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। র্যাব ডিজি ড. বেনজীর আহমেদ বিপিএম সস্ত্রীক হেলিকপ্টারযোগে মঙ্গলবার দুপুরে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অবতরণ করবেন। এরপর তিনি সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে দুপুর আড়াইটায় পুলিশ লাইন্সস্থ বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানস্থলে পৌঁছবেন। এদিকে র্যাব ডিজি ড. বেনজীর আহমেদের আগমন উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্স অঙ্গনকে সাজানো হয়েছে ভিন্ন সাজে। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন মোড়ে নির্মাণ করা হয়েছে শুভেচ্ছা তোরণ। Related posts:নকলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনশেরপুরে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩২ পালিতনালিতাবাড়ীতে হাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Post Views: ২৩০ SHARES শেরপুর বিষয়: