এমপিদের একমাসের বেতন প্রধানমন্ত্রীর তহবিলে দেয়ার আহ্বান নিক্সনের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের সাড়ে ৩শ এমপির এক মাসের বেতন প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দান করার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এ আহ্বান জানান তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি নিক্সন জানান, তার নির্বাচনী এলাকার তিন উপজেলা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন এলাকার জনগণের বড় একটি অংশ প্রবাসী। করোনা প্রভাব এর শুরু থেকেই তিনি এলাকায় আসা সকল প্রবাসীদের মোবাইল নম্বর সংগ্রহ করে নিজে ফোন করে তাদের খোঁজ নিয়েছেন এবং অন্তত ১৪ দিন নিজ বাড়িতে অবস্থানের অনুরোধ জানিয়েছেন। এছাড়াও দরিদ্র ও হতদরিদ্রদের যাতে খাদ্যের অভাব না হয় সেজন্য প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যদ্রব্যসহ নিজ তহবিল থেকে খাদ্যদ্রব্য বিতরণ করছেন। গত ৪ দিন যাবৎ প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তিনি নিজ হাতে এসব ত্রাণ বিতরণ করছেন বলেও জানান। এর আগে এমপি নিক্সন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সে যোগ দেন। এরপরে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও পুলিশ প্রশাসনের সদস্যদের জন্য হ্যান্ডস্যানিটাইজার, মাস্কসহ বিভিন্ন সামগ্রী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক অতুল সরকার, সেনাবাহিনীর লে. কর্নেল মাসুদ পারভেজ, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বিপিএম, সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম, পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু, সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। Related posts:বিদেশে বাড়ি-গাড়ি আছে এমন আমলাদের ফাঁসি হওয়া উচিত: সংসদে শামীম৯৯৯-এ ফোন করে মিথ্যা তথ্য দিলে শাস্তিওষুধে শুল্ক কর কমানোর সুপারিশ করা হয়েছে : স্বাস্থ্য উপদেষ্টা Post Views: ২৭১ SHARES জাতীয় বিষয়: