করোনা প্রতিরোধে ভয় না পেয়ে সচেতন হতে হবে ॥ পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০ রাজাদুল ইসলাম বাবু ॥ শেরপুরের পুলিশ সুপার আশরাফুল আজীম বলেছেন, এখনো এ ভাইরাসের কোন ওষুধ আবিস্কার হয়নি। ভয় না পেয়ে সবাইকে সচেতন হতে হবে ও করেনা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে। তাই সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, বাড়ীতে থাকাসহ সরকারি ও স্বাস্থ্য মন্ত্রানালয়ের দেওয়া নির্দেশনা মেনে চললে আমরা এ রোগের হাত থেকে রক্ষা পেতে পারি। এ ব্যাপারে মসজিদের ইমামসহ ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহবান জানান তিনি। ২০ মার্চ শুক্রবার জুম্মার নামাজের পর মাইসাহেবা মসজিদে মুসজিদে লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন। শেরপুরে করোনা সংক্রমণরোধে জেলা পুলিশের পক্ষ থেকে দেড় লাখ লিফলেট বিতরণ ও ব্যানার লাগানো কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ওইদিন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা একযোগে জেলার ৫ উপজেলার বিভিন্ন মসজিদে লিফলেট বিতরণ করেন। এছাড়া প্রতিটি মসজিদে সচেতনতামূলক ব্যানারো টানানো হয়। । Related posts:শেরপুরে জেলা এনসিটিএফ‘র নয়া কমিটি গঠন ॥ সভাপতি আবরার, সম্পাদক সম্রাটইসলামের অপব্যাখ্যাকারী অপশক্তিকে প্রতিহত করতে হবে: প্রধানমন্ত্রীশেরপুরে লকডাউন কার্যকরে এবার মাঠে নেমেছে ইমার্জেন্সি স্বেচ্ছাসেবী সাপোর্ট টীম Post Views: ২৪৬ SHARES জাতীয় বিষয়: