ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা থেকে ১১ ঘটিকা পর্যন্ত উপজেলা পরিষদের সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুল হাসানের সভাপতিত্বে সমাবেশে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার সিরাজুস সালেহীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, অধ্যাপক আবুল হাশেম, কারিতাস ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী প্রীতি রিছিল, ঝিনাইগাতী ওসিসি’র কো-অর্ডিনেটর ফরিদ আহম্মেদ প্রমুখ। এসময় অতিরিক্ত কৃষি অফিসার ফরহাদ হোসেন, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার গ্লোরী রাংসাসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নারী নেত্রী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। Related posts:নালিতাবাড়ীতে চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলায় গ্রেফতার ৩শ্রীবরদীতে বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদননকলা প্রেস ক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন Post Views: ৩০০ SHARES ঝিনাইগাতী বিষয়: