ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ “দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঝিনাইগাতী এপির সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে অংশ নেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঝিনাইগাতী এপির কর্মকর্তাবৃন্দ। Related posts:শেরপুরে ট্রাফিক আইন মানায় মোটরসাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা জানালেন পুলিশ সুপারশ্রীবরদীতে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকেরশেরপুরে কর্মহীন হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলো শ্রমিক নেতা আরিফ রেজা Post Views: ২৪১ SHARES ঝিনাইগাতী বিষয়: