ঝিনাইগাতীতে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের মাস্ক ও সাবান বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থান ও হাট বাজারে সাধারণ মানুষের মাঝে সার্জিক্যাল মাস্ক ও সাবান বিতরণ করেছেন। ২৪ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের হাট বাজারের ব্যবসায়ী, বিভিন্ন স্থানে রিক্সা, বাস ও সিএনজি চালক ও সাধারণ মানুষের মাঝে এই সার্জিক্যাল মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন মনে করেন দেশের এমন পরিস্থিতিতে সবার এগিয়ে আসা উচিৎ। আমাদের সবাইকে সচেতন হতে হবে। দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। Related posts:নকলায় ট্রেড লাইসেন্সধারী দোকান মালিকগণ পেলেন ডাস্টবিনঢাকায় জানাজা শেষে জবি শিক্ষার্থী আফসানার লাশ যাচ্ছে গ্রামের বাড়ি নকলায়জাতীয় শ্রমিকলীগ ঝিনাইগাতী উপজেলা শাখার আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ৩১৪ SHARES ঝিনাইগাতী বিষয়: