ঝিনাইগাতীতে ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় করোনা ভাইরাস বিস্তার রোধে ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন দোকানে এবং বাজারে চলাচলরত রিকশাসহ যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। ৩০ মার্চ সোমবার দুপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা এ জীবাণুনাশক স্প্রে করে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতনমহল। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন বলেন, বাজারের বিভিন্ন দোকান ও যানবাহনে আমাদের পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। প্রত্যকে নিজ নিজ বাড়ির আশেপাশের ময়লা ও অপরিচ্ছন্ন জায়গায় স্ব-স্ব উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করে পরিচ্ছন্ন রাখতে হবে৷ Related posts:শেরপুরে ছাড়পত্র প্রত্যাহার করে ফের জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নে যোগ দিলেন ২৮ শ্রমিকনালিতাবাড়ীতে বালু উত্তোলনের সময় বালুচাপায় শ্রমিক নিহতশেরপুরে ক্যানসার সচেতনতায় ‘জননীর জন্য পদযাত্রা’ Post Views: ২৫৯ SHARES ঝিনাইগাতী বিষয়: