ঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ সোমবার সকাল ১১টায় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, এসআই হারুন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনার উল্ল্যাহ, সহকারী শিক্ষক রোস্তম আলী প্রমুখ। সমাবেশে এসআই হারুন সরকার বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে পরিবার থেকে সচেতনতাবোধ সৃষ্টি করতে হবে। কেন না পরিবারের লোকজনের কাছ থেকে নারী ও শিশুরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে থাকেন। পুলিশের পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ওইসময় বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে জেল পলাতক আসামি গ্রেপ্তারআশুগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত, নিহতের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়শতাধিক পরিবার পেল ভয়েজ অফ ঝিনাইগাতী’র খাদ্য সহায়তা Post Views: ৩৭৫ SHARES ঝিনাইগাতী বিষয়: