ঝিনাইগাতীতে প্রথম জাতীয় বীমা দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে, শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১ম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১ মার্চ রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বীমা কোম্পানীর অংশগ্রহণে একটি র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড এর ম্যানেজার আনোয়ার হোসেন অনিক, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোং লিমিটেড এর জেলা কো-অর্ডিনেটর মোঃ মাসুম মিয়া, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড এর বীমা অফিসার আলীমুল রেজা লিকসন, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আয়নাল হক, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড এর ইউনিট ম্যানেজার আছিয়া বেগমসহ আরো অনেকেই। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, বীমার সুফল সম্পর্কে উপস্থিত সকলের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। Related posts:শ্রীবরদীতে বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনশেরপুরে তথ্য অধিকার আইন ও আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও জনঅবহিতকরণ সভাশেরপুরে তক্ষকসহ চোরাচালানী চক্রের ৩ সদস্য গ্রেফতার Post Views: ২২১ SHARES ঝিনাইগাতী বিষয়: