ঝিনাইগাতীতে বুধবার সকাল থেকে দোকানপাট বন্ধের নির্দেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ২৫ মার্চ বুধবার সকাল থেকে সবধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে উপজেলা প্রশাসন এই নির্দেশ দিয়েছেন। তবে শুধু ঔষধ ও খাদ্য (কাঁচা মাল) দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে। ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবেল মাহমুদ মাইকিং প্রচারের ম্যাধমে এই নির্দেশনা দেন। তবে কেউ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। মাইকিং প্রচারের মাধ্যমে আরও জানা যায়, কোন রকম সভা সমাবেশ, অহেতু ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি মাইকিং করে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও দোকানপাট খোলা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও সেনাবাহিনী সার্বক্ষণিক টহল তৎপরতা চালাবে বলে জানা যায়। Related posts:শেরপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ২২৮নালিতাবাড়ীর বিটিসিএল অফিসের চুরি হওয়া ব্যাটারিসহ গ্রেফতার ২শেরপুরে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জেলা যুব মহিলা লীগের শ্রদ্ধাঞ্জলি Post Views: ৩৩৭ SHARES ঝিনাইগাতী বিষয়: