ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১১ মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে সভায় উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিকসহ আরো অনেকেই। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থেকে আইন শৃঙ্খলা বিষয়ের উপর মতামত পেশ করেন। ঝিনাইগাতী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক রয়েছে বলে কমিটির সদস্যরা মত প্রকাশ করেন। একই দিনে একই সময়ে আইন-শৃঙ্খলা সভার আগে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে নেতা-কর্মীদের নিয়ে কৃষকের ধান কাটলেন ছাত্রলীগ নেতা সোহাগশ্রীবরদীতে মটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত॥ মটরসাইকেল চালকসহ আটক ২শেরপুরে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Post Views: ৩৩৩ SHARES ঝিনাইগাতী বিষয়: