ঝিনাইগাতীর মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার দুপুরে মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চল এর স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় “দূর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য” এ বিষয়কে সামনে রেখে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং এর সভাপতিত্বে ও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দ রায়ের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলের নেতৃত্ব দেন, সুমাইয়া চিরান, স্মৃতি মান্দা, গোলাম রাব্বী। বিপক্ষ দলের নেতৃত্ব দেন, আশা মনি, আরমিনা আক্তার, নাজমা আক্তার। অনুষ্ঠান শেষে বিচারকমন্ডলীর সিদ্ধান্ত মোতাবেক বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয়। বিজয়ীদের হাতে বিচারকমন্ডলী পুরস্কার তুলে দেন। বিপক্ষ দলের শ্রেষ্ঠ বক্তা হিসেবে নাজমা আক্তার নির্বাচিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কারিতাস ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী প্রীতি রিছিলসহ ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। বিকর্ত প্রতিযোগিতা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। Related posts:এইচএসসি ও সমমানের ফল কালনকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভাসুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে লাগবে করোনা নেগেটিভ সনদ Post Views: ৪৫২ SHARES জাতীয় বিষয়: