ঝিনাইগাতী হাসপাতালে করোনাভাইরাস সন্দেহভাজন রোগীদের পরীক্ষা-নিরীক্ষার সকল প্রস্তুতি সম্পূর্ণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস রোগী সন্দেহ হলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। করোনাভাইরাস একটি মহামারী রোগ বলে আগাম প্রস্তুতি নিয়ে হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা ২০টি বেডসহ আইসোলেশন ওয়ার্ড ও ৮ টি কক্ষ নিয়ে কোয়ারেন্টাইন প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত এ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়নি। কোন রোগী সনাক্ত হলে রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্যে ১৬ মার্চ সোমবার থেকে প্রস্তুতি নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শ্বাসতন্ত্র, কাশি, সর্দি জ্বরের লক্ষন দেখা দিলে ও বিদেশ থেকে দেশে আসা লোকজন হাসপাতালে আসার আহবান রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, করোনাভাইরাস সম্পর্কে আতঙ্ক না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা মাস্ক ব্যবহার করে সতর্ক থাকতে হবে। রোগের লক্ষন দেখা দিলে হাসপাতালে এসে পরামর্শ নেওয়ারও আহবান জানান তিনি। এ ভাইরাস সারা বিশ্বে দেখা দিয়েছে আমাদের আতঙ্ক না হয়ে তা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্ঠি করে মোকাবেলা করতে হবে। Related posts:শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধাসিরিজ বোমা হামলার প্রতিবাদে নকলায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলএকটা জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব Post Views: ২৮৪ SHARES জাতীয় বিষয়: