বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস, চীনে আরও ৩৫ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২০ অনলাইন ডেস্ক : চীনের উহানে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস কভিড-১৯ রোগ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত কভিড-১৯ রোগে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৭৯ জনের। নতুন করে চীনে এ রোগে ৩৫ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছেন ৫৭৩ জন। রোববার চীনের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। চীনের মূল ভূখণ্ডের বাইরে দক্ষিণ কোরিয়ায় এ রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। গতকাল শনিবার দক্ষিণ কোরিয়ায় এক দিনে কভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮১৩ জন। সব মিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন হাজার ১৫০ জনে দাঁড়াল। এ ছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও চারজন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হলো ১৬ জন। এক দিনে ভাইরাসে আক্রান্তের এ সংখ্যাকে এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ছাড়া মহামারি ঠেকাতে সব দেশকে সতর্কতামূলক প্রস্তুতি রাখতে বলেছে সংস্থাটি। শুক্রবার বিশ্বজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ডব্লিউএইচও। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। তবে প্রাদুর্ভাবটি এখন কেন্দ্র পরিবর্তন করে বিশ্বের অন্যান্য দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালি। Related posts:৯/১১ হামলা: ঐক্যের ডাক জো বাইডেনেরশি জিনপিংকে নিজের অভিষেকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প!বোমা হামলা : অল্পের জন্য রক্ষা আফগান প্রেসিডেন্টের, নিহত ২৪ Post Views: ২৫০ SHARES আন্তর্জাতিক বিষয়: