ভালুকায় বসতবাড়ি পুড়ে ছাই অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় একটি বসত বাড়িতে আগুন লেগে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ওই কক্ষগুলোর ভেতরে থাকা নগদ টাকাসহ প্রায় বিশ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার রমজান আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ির ভাড়াটিয়া রবিউল ইসলাম, মাহাবুব আলম ও আলমগীর হোসেন জানান, আমরা সবাই এই বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় বিভিন্ন কারখানায় চাকরি করতাম, আমাদের ৮টি কক্ষই পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের নগদ টাকা ও সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক রমজান আলী জানিয়েছেন। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন সিনিয়র অফিসার নিয়ারাজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কত টাকার মালামাল পুুড়ে গেছে তা তাৎক্ষণিক বলা যাচ্ছেনা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। Related posts:মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৮ জন গ্রেফতারবাংলাদেশি জাহাজ জিম্মির লোমহর্ষক বর্ণনাকিছু অসাধুর কারণে শিক্ষকদের মর্যাদা যেন ক্ষুণ্ন না হয় : রাষ্ট্রপতি Post Views: ২৭৩ SHARES জাতীয় বিষয়: