রংপুর বিভাগে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক রাজিবপুর থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ অবদান রাখায় রংপুর বিভাগে ফেব্রুয়ারী/২০২০ মাসের কার্যক্রমের মূল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হয়েছেন কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার। এ উপলক্ষে ১৬ মার্চ সোমবার সকালে তার হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা তুলে দেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। ১৬ মার্চ সোমবার বিকেলে মুঠোফোনে এ প্রতিনিধির সাথে শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রাপ্তির বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার জানান, যে কোন কাজের স্বীকৃতি মানুষকে আরও ভাল কিছু করার জন্য অনুপ্রাণিত করে। আমি মনে করি এ কৃতিত্বের সম্পূর্ণ দাবিদার তারা- যাদের নিয়ে এবং যাদের মাঝে আমি কাজ করি। সেইসাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্যসহ রেঞ্জের অন্যান্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি। উল্লেখ্য, রাজিবপুর থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার ২০২০ সালের ৯ মার্চ সোমবার কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি সমাজে একজন দক্ষ ও চৌকষ পুলিশ কর্মকর্তা হিসেবে সমাদৃত। Related posts:দেশে করোনায় মৃত্যুশূন্য আরও একদিনআজ বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকীজাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ Post Views: ৬০৬ SHARES জাতীয় বিষয়: