শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে সরকার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : শর্তসাপেক্ষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ছয় মাসের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গুলশান অফিসে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বেগম খালেদা জিয়ার বিষয়ে জরুরি ব্রিফিংকালে এ কথা জানান। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দুইটি শর্তে ছয়মাসের জন্য তার সাজা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। শর্তদুটি হলো এ সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। তিনি বলেন, বেগম জিয়ার বয়স বিবেচনায়, মানবিক কারণে, সরকার সদয় হয়ে দণ্ডাদেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে মুক্তি দেয়া হবে, তখন থেকে এই ছয়মাস গণনা শুরু হবে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা, ও উপধারা -১ অনুযায়ী এটা আইনি প্রক্রিয়া করা হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য এর আগে মুক্তি চেয়ে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল খালেদার পরিবার। প্রসঙ্গত, গত দুই বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন বেগম জিয়া। তার মধ্যে গত ১১ মাস ধরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে, ২০০৮ সালে বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মামলার রায়ে তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। পরে হাইকোর্ট সেই সাজা বাড়িয়ে দশ বছরের কারাদণ্ডের আদেশ দেন। Related posts:চতুর্থ ধাপের ভোটে আওয়ামী লীগের ৪৬ জয়, বিএনপির ১নতুন ভোটার সংগ্রহে বাড়ি বাড়ি যাবে ইসিজনসংখ্যা অনুপাতে সাক্ষরতায় এগিয়ে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ Post Views: ৩৪৭ SHARES জাতীয় বিষয়: