শেরপুরে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞানমনস্ক জাতি গড়তে বিজ্ঞানের চর্চা বাড়ানোর তাগিদ দিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার অন্যতম উপাদান হলো বিজ্ঞানমনস্ক জাতি। তাই বিজ্ঞানমনস্ক জাতি গড়তে বিজ্ঞানের চর্চা বাড়াতে হবে, বিজ্ঞানের প্রসার বাড়াতে হবে, বিজ্ঞান নিয়ে যে ভীতি রয়েছে তা দূর করতে হবে। ১ মার্চ দুপুরে ডিসি উদ্যানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে শেরপুর জেলা প্রশাসন আয়োজিত ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন। তিনি আরও বলেন, বিজ্ঞান বিষয়ে পড়তে আমাদের যে অস্বস্তি কাজ করে, সেই অস্বস্তি দূর করতে কিশোর ও তরুণদের বিজ্ঞানের চর্চা বাড়াতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবিএম এহছানুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম। উদ্বোধনের পর অতিথিরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৩ ব্যাপী এবারের মেলায় প্রতি উপজেলা থেকে স্কুল, কলেজ ও মাদরাসা, এই ৩টি ক্যাটগরিতে মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। Related posts:ঝিনাইগাতীতে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ফুলেল শ্রদ্ধা নিবেদননালিতাবাড়ীতে সহকারী পুলিশ সুপারের খাদ্য সহায়তা পেলেন ৬ প্রতিবন্ধীশ্রীবরদীতে নেশার টাকা না পেয়ে গলায় রশি বেঁধে আত্মহত্যা Post Views: ৩৫২ SHARES তথ্য প্রযুক্তি বিষয়: