শেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ লাইন্স এ শেরপুরের নিহত পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, নিহত পুলিশ সদস্যদের স্বজনরা এবং শেরপুর প্রেসকাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পুলিশ লাইন্স হলরুমে পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই নিহতদের স্মরণার্থে ১ মিনিট নিরবতা পালন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, আমরা কর্তব্যপালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরনের মাধ্যমে কর্তব্য পালনে আরো দায়িত্ববান হবো। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাছিনা, সকল পুলিশ পরিবারের সদস্যদের আজীবন রেশনের ব্যবস্থা করছেন। এটা প্রক্রিয়াধীন আছে। কাজেই নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরাও এ সুযোগ পাবেন। এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম , সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, নিহত সার্জেন্ট আহাদের ভাই ও সাংবাদিক এম এ হাকাম হীরা সহ আরো অনেকে। অনুষ্ঠানে সকল নিহত পুলিশ পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়। Related posts:বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত ঝিনাইগাতীর সারিকালিনগর গ্রামের শিক্ষার্থী ইউনুছউপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় শেরপুরের আরও ৪ বিএনপি নেতা বহিষ্কারঝিনাইগাতীতে যুবদের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত Post Views: ২৩২ SHARES শেরপুর বিষয়: