শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ৬ ব্যবসায়ীকে জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেশি দামে পণ্য বিক্রি ও যথাযথভাবে পণ্যের মূল্য তালিকা না টানানোর অভিযোগে ৬ ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ২০ মার্চ শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল, মিজানুর রহমান ও আকলিমা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের নয়আনী বাজার ও স্টেডিয়াম মার্কেটের পাইকারি বাজারের ব্যবসায়ীদের ওইসব জরিমানা করেন। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অর্থদণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন। অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পেঁয়াজ ব্যবসায়ী লেবু মিয়াকে ১০ হাজার, মন্নাফ হোসেনকে ১০ হাজার, ফরিদুল ইসলামকে ১০ হাজার ও হাছেন আলীকে ৭ হাজার টাকা ও বেশি দামে চাল বিক্রির অভিযোগে আলম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে না টানানোর অভিযোগে চাল ব্যবসায়ী হীরা মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কতিপয় অসাধু ব্যবসায়ী বাজারে চাল, ডাল ও পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ থাকলেও অধিক মুনাফার আশায় তারা পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে ৩০-৩৫ টাকা কেজি দরের পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করেন। ব্যবসায়ীদের ওই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে নয়আনী বাজার ও স্টেডিয়াম মার্কেটের পাইকারি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলেও সূত্র জানায়। Related posts:অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সঙ্গে বসবে সংস্কার কমিশনঝিনাইগাতীতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধনটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা Post Views: ৩০১ SHARES জাতীয় বিষয়: