শেরপুরে শহীদ আব্দুর রশিদ মেমোরিয়াল একাডেমীর ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শহীদ আব্দুর রশিদ মেমোরিয়াল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ রবিবার শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার অঙ্গনে দিনব্যাপী আয়োজিত ওই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। শহীদ আব্দুর রশিদ মেমোরিয়াল একাডেমীর অধ্যক্ষ রওশন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত। ওইসময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যুশেরপুরে জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিতশেরপুরে দারুস সালাম ট্রাস্টের আয়োজনে সিরাত মাহফিল অনুষ্ঠিত Post Views: ৩১৫ SHARES শেরপুর বিষয়: