শেরপুর জেলা আইনজীবি সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্য নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির আয়োজনে ০৮ মার্চ রোববার বেলা ২ ঘটিকায় জজ কোর্ট প্রাঙ্গণে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নারায়ন চন্দ্র হোড়ের সভাপতিত্বে ওই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর জজ মোঃ আকতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ভারপ্রাপ্ত সুলতান মাহমুদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, বিজ্ঞ জিপি শহর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। নির্বাচন কমিশনার এডভোকেট জাহিদুল হক আধারের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি এডভোকেট এ.কে.এম মোসাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এম.কে মোরাদুজ্জামান। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান নির্বাচনে যিনি সার্বিক দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচন কমিশনার নারায়ন চন্দ্র হোড়। ওইসময় জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ বিজ্ঞ বিচারক মন্ডলীগণ ও আইনজীবি সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযাননকলায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনাঝিনাইগাতীতে স্কুল শিক্ষার্থীদের দিয়ে ইট ভাঙ্গালেন প্রধান শিক্ষক Post Views: ৩১৭ SHARES আইন-আদালত বিষয়: