শ্রীবরদীতে আগুনে ৭ দোকান ভষ্মিভূত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে আগুনে ৭টি দোকান ভষ্মিভূত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানিরা। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খোশালপুর কানিপাড়া বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। হঠাৎ বৃহস্পতিবার রাত ২টার দিকে ওই বাজারের সাদা মিয়ার মুদির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বকশীগঞ্জ ও শ্রীবরদী ফায়ার সার্ভিসে সংবাদ দিলে প্রথমে বকশীগঞ্জ ও পরে শ্রীবরদী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় মোস্তফা মিয়ার ডেকোরেটর, কামরুল হাসান উকিলের কীটনাশক, সিরাজুল ইসলামের কাপড়ের দোকান, মোস্তাইনের কাচামালের দোকান, আক্কাছ আলীর ফার্মেসী এবং সুরুজ মিয়ার মুদির দোকান আগুনে ভস্মিভূত হয়। বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ নূর ্উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় ওই বাজারের ৭টি দোকান পুড়ে গেছে। Related posts:লঞ্চে অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশঝিনাইগাতীতে দুধের গুণগত মান যাচাইকালে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানানকলাায় ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ Post Views: ২৭২ SHARES জাতীয় বিষয়: